মার্চের পর প্রথম রপ্তানি পতন, শুল্ক বিরোধে নতুন চাপে চীন

ফন্ট সাইজ:
Shares

২০২৪ সালের মার্চের পর প্রথমবারের মতো চীনের রপ্তানি কমেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক বিরোধ ও অর্থনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ পরিস্থিতি দেখা দিয়েছে।

শুক্রবার প্রকাশিত চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী,
অক্টোবরে রপ্তানি বছরে ১.১% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩০৫.৩ বিলিয়ন ডলারে।
তবে একই সময়ে আমদানি বেড়েছে ১%, যা দাঁড়িয়েছে ২১৫.২ বিলিয়ন ডলারে।
ফলে মাসিক বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৯০.০৭ বিলিয়ন ডলারে।

সেপ্টেম্বরে রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছিল ৮.৩% যা মূলত সম্ভাব্য শুল্ক বৃদ্ধির আগে ত্বরান্বিত প্রি-অর্ডারের ফল বলে বিশ্লেষকরা মনে করছেন।
ওই মাসে আমদানিও বেড়েছিল ৭.৪%।

তবে অক্টোবরে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি তীব্রভাবে কমে গেছে।
এক বছর আগের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ২৫.২%।
এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে যথাক্রমে ২১.৭%, ৩৩.১% এবং ২৭% হ্রাসের নজির ছিল।

অক্টোবরে চীন বিরল মাটির উপাদান (rare earth elements) রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
এই উপাদানগুলোর বৈশ্বিক সরবরাহের বড় অংশ নিয়ন্ত্রণ করে বেইজিং।

এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০% শুল্ক আরোপ করা হবে এবং চীনে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানি বন্ধ থাকবে।

যদিও ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে উভয় নেতা ইতিবাচক বার্তা দেন, তবে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত মূল বিরোধের নিষ্পত্তি তখনও স্থগিত রাখা হয়।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিলের ১০ম দিনের শুনানি চলছে
বাসে আগুন ও ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে মাঠে নামছে ১৭ হাজার পুলিশ
‘এই বেয়াদব ছেলে, গেট আউট’ রাকসুর জিএসকে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
ট্রাম্প হাঙ্গেরিকে রাশিয়ান তেল নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিলেন
আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: মঞ্জুরুল ইসলাম
টিকটকে প্রেম, তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top