বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া

ফন্ট সাইজ:
Shares

প্রতিবেশী দেশ বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক-সক্ষম “ওরেশনিক” ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওরেশনিক ক্ষেপণাস্ত্র ইউনিট নির্দিষ্ট এলাকায় কমব্যাট ডিউটি শুরু করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে দশগুণ বেশি,
এবং একে প্রতিহত করার মতো কোনো কার্যকর এয়ার ডিফেন্স ব্যবস্থা এখনো নেই।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বেলারুশে মোতায়েনের ফলে পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায়। কারণ ওরেশনিক সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

রাশিয়া ও বেলারুশ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অরণ্যপথ দিয়ে সবুজ নেট দিয়ে ঢাকা মোবাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে। তবে ঠিক কোন স্থানে এটি মোতায়েন করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে ন্যাটো জোটের শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণার পরই রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top