ইতিহাসের বৃহত্তম সাইবার আক্রমণ ঠেকানোর দাবি করছে ক্লাউডফ্লেয়ার

ক্লাউডফ্লেয়ার
ফন্ট সাইজ:
Shares

এ হামলায় এত বেশি ডেটা পাঠানো হয়েছিল, যা ১২ হাজারটিরও বেশি ফুল এইচডি মুভি একসঙ্গে ইন্টারনেটে পাঠানোর সমতুল্য।

ইতিহাসের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস সাইবার হামলা ঠেকানোর দাবি করেছে ওয়েব নিরাপত্তা কোম্পানি ক্লাউডফ্লেয়ার।

ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস সাইবার হামলা হচ্ছে অনেকগুলো কম্পিউটার থেকে একসঙ্গে কোনো সার্ভার বা ওয়েবসাইটে যোগাযোগ করে সেটিকে অচল করে দেওয়ার চেষ্টা।

এ রেকর্ড গড়া সাইবার হামলার গতি ছিল প্রতি সেকেন্ড ১১.৫ টেরাবিট অর্থাৎ এ হামলায় এত বেশি ডেটা পাঠানো হয়েছিল, যা ১২ হাজারটিরও বেশি ফুল এইচডি মুভি একসঙ্গে ইন্টারনেটে পাঠানোর সমতুল্য বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এ হামলাটি ছিল আগের সাইবার হামলার রেকর্ডের চেয়ে ৫০ শতাংশের বেশি বড়। আগের রেকর্ড ছিল প্রতি সেকেন্ড ৭.৩ টেরাবিট, যেটিকে গত বছরের জুনে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছিল ক্লাউডফ্লেয়ার।

ডিডিওএস সাইবার হামলা ইন্টারনেট বিভ্রাটের সবচেয়ে সাধারণ উপায়গুলোর একটি। এ ধরনের হামলায় পুরো একটি ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মকে অচল করে দেওয়া সম্ভব।

এ সাইবার হামলা এমনভাবে কাজ করে, যেখানে বটনেট নামে পরিচিত অনেক হ্যাক হওয়া কম্পিউটার বা ইন্টারনেটওয়ালা ডিভাইস থেকে একসঙ্গে বিপুল পরিমাণ ভুয়া ট্রাফিক পাঠিয়ে সার্ভারকে অতি চাপের মধ্যে ফেলে দেয় হ্যাকাররা। এতে করে সার্ভারটির কাজের গতি ধীর বা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ ধরনের সাইবার হামলা ঘণ্টার পর ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত চলতে পারে। তবে ক্লাউডফ্লেয়ার সর্বশেষ যে হামলাটি রেকর্ড করেছে, তা কেবল ৩৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর দেওয়া এক পোস্টে ক্লাউডফ্লেয়ার বলেছে, তাদের ‘নিরাপত্তা ব্যবস্থা এত বেশি সাইবার আক্রমণ ঠেকাচ্ছে যে, টানা ও দ্রুতগতিতে কাজ করে যেতে হচ্ছে’ কোম্পানিটির।

আরোও পড়তে পারেন: হুয়াওয়ের এআই চিপ ব্যবহার করে ডিপসিক এনভিডিয়ার উপর নির্ভরতা কমাচ্ছে

“গত কয়েক সপ্তাহে, আমরা স্বয়ংক্রিয়ভাবে শত শত উচ্চমাত্রার ডিডিওএস হামলা আটকাতে পেরেছি। এর মধ্যে সবচেয়ে বড় হামলায় সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১১ দশমিক ৫ টেরাবিট। এ হামলাটি ছিল একটি ইউডিপি ফ্লাড, যার বেশিরভাগ ট্রাফিক এসেছে গুগল ক্লাউড থেকে।”

এ বছরে অস্বাভাবিক পরিমাণে সাইবার হামলার ঘটনা রেকর্ড করেছে ক্লাউডফ্লেয়ার, যেখানে গত বছরের চেয়ে হামলার সংখ্যা বেড়েছে ৩৫৮ শতাংশ।

সর্বশেষ এ হামলার একটি উৎস ছিল গুগল ক্লাউড। এর সঙ্গে আরও কিছু ক্লাউড কোম্পানির সার্ভার এ সাইবার আক্রমণে ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।

ক্লাউডফ্লেয়ারের একজন মুখপাত্র বলেছেন, “এ ধরনের হামলা থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ কাজ। ব্যবহারকারীদের নিরাপদ রাখার জন্য আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছি। যার মধ্যে রয়েছে উন্নত ডিডিওএস শনাক্তকরণ ও প্রতিরোধের সক্ষমতা।”

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top