আগামী বছর থেকে নিজস্ব এআই চিপ বানাতে চলেছে ওপেনএআই?

ফন্ট সাইজ:
Shares

মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা ‘ব্রডকম’-এর সঙ্গে মিলে এই কাস্টম এআই চিপ ডিজাইন করেছে ওপেনএআই।

তবে এ চিপ বিক্রির কোনো পরিকল্পনা নেই ওপেনএআইয়ের, কেবল নিজেদের ব্যবহারের জন্যই চিপের অর্ডার দিয়েছে কোম্পানিটি।

আগামী বছর থেকে নিজস্ব এআই চিপের ব্যাপক উৎপাদন শুরু করতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।

ব্রিটিশ দৈনিক ফাইনান্সিয়াল টাইমস প্রতিবেদনে লিখেছে, ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় বিশাল কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করতে ও মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে আগামী বছর থেকেই চিপের উৎপাদন শুরু করবে কোম্পানিটি। মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা ‘ব্রডকম’-এর সঙ্গে মিলে এই কাস্টম এআই চিপ ডিজাইন করেছে ওপেনএআই।

‘ব্রডকম’-এর সিইও সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তাদের এক নতুন ক্লায়েন্ট এক হাজার কোটি ডলারের চিপ অর্ডার দিয়েছেন। তবে ক্রেতার নাম উল্লেখ করেনি তিনি।

ক্লায়েন্টের নাম না বললেও টাইমসের সূত্র নিশ্চিত করেছে, এ নাম না জানা কোম্পানিটি ওপেনএআই ই। এ চিপ বিক্রির কোনো পরিকল্পনা নেই ওপেনএআইয়ের, কেবল নিজেদের ব্যবহারের জন্যই চিপের অর্ডার দিয়েছে কোম্পানিটি।

আরোও পড়ুন: এআই চিপ এবং সেমিকন্ডাক্টর শিল্পে আসছে হুয়াওয়ের জোয়ার- কমবে এনভিডিয়ার ওপর নির্ভরতা?

২০২৩ সালে রয়টার্স প্রতিবেদনে লিখেছিল, নিজস্ব এআই চিপ বানানোর সম্ভাবনা নিয়ে ভাবছে ওপেনএআই। কারণ ওই সময় কোম্পানির এপিআই-এর গতি ও নির্ভরযোগ্যতার সমস্যার জন্য জিপিইউ-এর অভাবকে দায়ী করেছিলেন স্যাম অল্টম্যান।

রয়টার্স আরও লিখেছিল, ব্রডকম ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি’র সঙ্গে মিলে নিজস্ব চিপ তৈরির কাজ করছে ওপেনএআই।

তবে এখনও ওপেনএআইয়ের সঙ্গে টিএসএমসি’র পার্টনারশিপ চলছে কি না, সে বিষয়ে কিছু বলেনি টাইমস।

‘জিপিটি ৫’ আসার পর অল্টম্যান ঘোষণা দিয়েছিলেন, ‘বাড়তি চাহিদা’ সামলাতে কিছু পরিবর্তন আনছে ওপেনএআই, যেখানে পেইড চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পরবর্তী পাঁচ মাসের মধ্যে কোম্পানির কম্পিউটিং সক্ষমতাও দ্বিগুণ করবে তারা।

নিজস্ব চিপ তৈরি করলে ওপেনএআইকে ভবিষ্যতে যদি জিপিইউ সংকটে পড়তে হয় তবে তা কাটিয়ে উঠতে সুবিধা হবে। আর এতে কোম্পানিটির খরচও কমতে পারে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

টাইমস প্রতিবেদনে লিখেছে, ওপেনএআইয়ের এ কাস্টম এআই চিপের নাম ‘এক্সপিইউ’, যেটি ভবিষ্যতে এ ধরনের এআই চিপ বাজারের বড় একটা অংশ দখল করতে পারে।

তবে এই মুহূর্তে এখনও এই খাতের শীর্ষ কোম্পানি মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া। সম্প্রতি কোম্পনিটি বলেছে, ২৭ জুলাই শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ বেড়েছে, এমনকি এ সময়ের মধ্যে চীনে চিপ না পাঠানোর পরও।

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top